Header Ads Widget

Responsive Advertisement

Baksh pin reset with Baksh apps



 বিকাশ পিন লক খুলতে এখন আপনি বিকাশ অ্যাপ ব্যাবহার করতে পারেন। বিকাশ থেকে টেম্প্ররারি ( অস্থায়ী পিন ) এসএমএস পাওয়ার পর বিকাশ অ্যাপ লগইন পেজে “পিন ভুলে গিয়েছি” বাটনে ট্যাব করুন।

After that, 

  • আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিন
  • পরের ধাপে ওয়ান টাইম পাসওয়ার্ড ( OTP ) এবং এসএমএস থেকে পাওয়া অস্থায়ী পিন দিন।
  • এখন আপনার পছন্দ অনুসারে পাঁচ টি অগুছালো সংখ্যা দিয়ে আপনার জন্য একটি পিন দিন।
  • একই পিন আবার দিয়ে সফল ভাবে আপনার বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন করে নিন।

বিকাশ পিন লক হয়ে গেলে *২৪৭# পরিবর্তন নতুন পদ্দতি

ভুলে যাওয়া বিকাশ পিন পরিবর্তনে আপনাকে আরও বেশি সুবিধা দিতে বিকাশ মেনুতে একটি নতুন আইটেম অ্যাড করা হয়েছে ৯. রিসেট পিন।

Baksh USSD Code *247# ডায়াল করে আপনি এখন বিকাশ একাউন্ট পিন পরিবর্তন করতে পারবেন।

  • *২৪৭ ডায়াল করে মেনু থেকে 9. Pin Reset সিলেক্ট করুন।
  • এখন আপনার আইডি নাম্বার দিন ( পাসপোর্ট/ ড্রিভিং লাইচেন/ ভোটার আইডি)
  • এখন আপনার জন্মসন টাইপ করুন।
  • সর্বশেষ একটি লেনদেনের তথ্য দিন।
  • আপনার দেয়া প্রয়োজনীয় তথ্য ঠিক থাকলে আপনাকে এসএমএস এর মাধ্যমে একটি টেম্প্ররারি ( অস্থায়ী ) পিন পাঠানো হবে।

টেম্প্ররারি পিন এসএমএস আশার পর আপনি ম্যানুয়ালি অথবা বিকাশ অ্যাপ থেকে পিন পরিবর্তন করতে পারবেন।

বিকাশ পিন লক হয়ে গেলে কি করবো? এই বিষয়ে আপনার আর কোন সমস্যা হবে না বলে আশা করি।

Xiaomi Mi TV Box S (Global Version) 4K HDR Android TV Box With Google Cast And Voice Assistant



বিকাশ পিন লক সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

বিকাশ পিন সেট করার নিয়ম ?

উত্তরঃ উপরোক্ত ২ টি পদ্দতি থেকে একটি বেঁছে নিন।

বিকাশ হেল্পলাইন নম্বর ?

উত্তরঃ ১৬২৪৭

বিকাশ সিম হারিয়ে গেলে করনীয় ? 

উত্তরঃ প্রয়োজনীয় তথ্য নিয়ে ১৬২৪৭ নম্বরে কল করুন।


How to check your bKash account’s transaction mini statement

আপনি বিকাশ “অনুরোধ বিবৃতি” অপশন থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টের লেনদেনের মিনি স্টেটমেন্টটি চেক করতে পারেন।

এই কাজটি আপনি বিকাশ অ্যাপ এবং ম্যানুয়ালি দুই ভাবে করতে পারেন।


ম্যানুয়ালি Baksh statement check 

* 247 # ডায়াল করে আপনার বিকাশ মোবাইল মেনুতে যান
” 8. My Baksh ” চয়ন করুন
” Mini Stamen ” চয়ন করুন
আপনার bKash PIN প্রবেশ করুন।
আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের শেষ 6 টি লেনদেনের সংক্ষিপ্ত বিবরণ দেখতে পাবেন।

বিকাশ পারসোনাল অ্যাকাউন্ট লেনদেন সম্পর্কে জানতে এই পোস্ট ভিসিট করুন…



  Webchat bKash


এখন আপনার দরকারি প্রয়োজনীয় প্রশ্ন এখন সরসরি বিকাশ ওয়েব চ্যাট এর মাধ্যমে করতে পারেন। https://livechat.bkash.com/

Post a Comment

0 Comments