বরাবর,
উপজেলা নির্বাচন কর্মকর্তা,
রায়গঞ্জ, সিরাজ গঞ্জ।
বিষয়ঃ জাতীয় পরিচয় পত্র সংশোধনের আবেদন পত্র বাতিল করণ প্রসঙ্গে।
মহোদয়,
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী (সবুর আল আজাদ), পিতাঃ মোঃ আক্তার হোসেন, মাতাঃ মোছাঃ সোনেকা খাতুন, গ্রামঃ চর ফরিদপুর, ডাকঘরঃ সাহেবগঞ্জ, উপজেলাঃ রায়গঞ্জ, জেলাঃ সিরাজ গঞ্জ। এর একজন স্থায়ী বাসিন্দা। আমি আমার জাতীয় পরিচয় পত্রের সংশোধনের জন্য বিগত প্রায় ০৪ মাস পূর্বে আবেদন করি। কিন্তু অপ্রত্যাশিত একটি সমস্যার কারণে আমি আমার জাতীয় পরিচয় পত্র সংশোধনের আবেদনটি বাতিল করতে চাই। আমার জাতীয় পরিচয় পত্র নং- 1234567890। ভোটার এলাকাঃ- চর ফরিদপুর ৪নং ওয়ার্ড অংশ, চর ফরিদপুর, নলকা ইউনিয়ন, রায়গঞ্জ, সিরাজ গঞ্জ।আমার জাতীয় পরিচয় পত্র সংশোধনের আবেদনটি বাতিল করার জন্য প্রার্থনা করছি।
অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে, আমার জাতীয় পরিচয় পত্র সংশোধনের আবেদনটি বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে আপনার সদয় সহানুভুতি ও হস্তক্ষেপ একান্ত প্রয়োজন।
তারিখ: ০০/০০/২০২১ইং বিনীত নিবেদক
(সবুর আল আজাদ)
NID: ..................
পিতাঃ মোঃ আক্তার হোসেন
মাতাঃ মোছাঃ সোনেকা খাতুন
গ্রামঃচরফরিদপুর, ওয়ার্ডঃ ০৪,
ডাকঘরঃ সাহেব গঞ্জ-6720,
উপজেলাঃ রায়গঞ্জ,
জাতীয় পরিচয় পত্র সংশোধনের আবেদন পত্র বাতিল করার ফম ডাউনলোড করুন।
0 Comments